দাতব্য চিকিৎসালয়
খেদমতে ইন্সান (মানব সেবা) দাতব্য সংস্থাপনটির অন্যতম একটি শাখা প্রতিষ্ঠান হলো সুফী ফাতেহ আলী ওয়াইসী রাহ. দাতব্য চিকিৎসা ও সেবা কেন্দ্র। রূগীর সেবা অন্যতম একটি এবাদাত। তাই জরুরী ভিত্তিতে একজন মুমুর্ষ রূগীকে যাতে প্রাথমিক চিকিৎসা সেবার জন্য বড় হাসপাতাল বা মেডিকেলে স্থানান্তর করা যায়, তার জন্য জরুরী এম্বুলেন্স ব্যবস্থা রাখা হবে।